‘পহেলা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ এ স্লোগান দিয়েই নগরীর ডিসি হিলে শুরু হয়েছে ৪০তম বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান।
শুক্রবার বিকেলে শুরু হওয়া এ অনুষ্টানের আয়োজন করে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষ বিদায় অনুষ্টানে সব বয়সী মানুষের ঢল নামে।
অভ্যুদয় সংগীত অঙ্গনের পরিবেশনা দিয়ে বর্ষ বিদায়ের আনুষ্টানিকতা শুরু হয়। এরপর একে একে পরিবেশনায় অংশ নেবে শ্রুতি অঙ্গন বাংলাদেশ, মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কৃষ্ণচূড়া স্কুল, কুসুম ললিতকলা একাডেমি, নবকুঁড়ি, সেবাঘর সংস্কৃতি দল, শান্তঞ্জলি সঙ্গীত নিকেতন, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি, গোসাইলডাঙ্গা কল্পতরু সংঘ, চারুতা নৃত্যকলা একাডেমি, ডান্স একাডেমি, অঙ্গনা নৃত্য একাডেমি, শ্যামা নৃত্যাঙ্গন, নিক্কন একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, তারুণ্যের উচ্ছাস, নরেন আবৃত্তি একাডেমি ও শৈশবের।
শনিবার ভোর ছয়টায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে। নতুন বছরকে সম্মিলিত গানে স্বাগত জানাবেন শিল্পীরা। বর্ষবরণ অনুষ্টানে অংশগ্রহন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, গুরুকুল সংগীত একাডেমি, সুর-সাধনা সংগীতালয়, গীতধ্বনি, সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, রাগেশ্রী, খেলাঘর চট্টগ্রাম মহানগর, বংশী শিল্পকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যম একাডেমি, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নৃত্য নিকেতন, দি স্কুল অব ক্লাসিক অ্যান্ড ফোক ডান্স, কৃত্তিকা নৃত্যালয়, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন