চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মো. মনু মিয়া (৩২) নামের এক কয়েদি মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘কক্সবাজার জেলা সদরের বৈদ্যঘোনা এলাকার মৃত নূর আহম্মদের ছেলে মনু মিয়া মাদকের মামলায় দুই বছরের সাজা ভোগ করছিলেন। গত শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে রেফার করা হয়।’
এদিকে, গত বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জগন্নাথ আশ্রম এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই আলাউদ্দিন বলেন, ‘ভোরে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার