চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার নগরীর বন্দর থানা এলাকা ও পটিয়া উপজেলা সদরের ছিলাশাহ মাজার প্রাঙ্গনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জান্নাতুল মাওয়া ইসার (১২)। সে বিনিনিহারা প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিইসি পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। ইসা পটিয়ার বিনিনিহারা এলাকার দিদারুল ইসলামের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, ইসা পরীক্ষা দিতে সদরের ছিলাশাহ মাজার প্রাঙ্গনে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় দুরপাল্লার একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তার পরীক্ষার কেন্দ্র ছিল শান্তির হাট কুসুমপুরা সরকারি উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে বন্দর থানাধীন আলী মাঝির পাড়া এলাকায় ৬ নম্বর বাসের ধাক্কায় মেহেরুন আকতার (২৬) নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরুন একই এলাকার রাসেল বারির স্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার