৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪১

চট্টগ্রামে দুই ভুয়া রেলওয়ে কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে দুই ভুয়া রেলওয়ে কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রামে ভুয়া রেলওয়ে কর্মকর্তা পরিচয় দিয়ে রেলের বিভিন্ন চাকরি প্রার্থীর সাথে প্রতারণার অভিযোগে রাসেল মিয়া (২২) ও মনিরুজ্জামান (২৭) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজনের বাড়ি রংপুরের বাউনিয়া এলাকায়, আরেকজনের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করা হয়েছে। রবিবার গভীর রাতেই চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার কওে বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান।

তিনি বলেন, তাদের কাছ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামীয় ১২টি সিল, ২০১২ সালের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩ জনের একটি তালিকা জব্দ করা হয়েছে। তারা দুজনই রেলের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছিল। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের টার্গেট করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতানোর চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর