চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিষ খাইয়ে দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন স্ত্রী ডেইজি আকতার, তার ছয় বছর বয়সী মেয়ে ইভা আকতার এবং ১০ মাস বয়সী শিশু ইসরাত নূর। মৃত ডলি আক্তার (২৮) সিকদার পাড়ার মো. নূরনবী’র স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মা নিজেও বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর অবস্থায় তাদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, অভাবের সংসারে পারিবারিক ঝগড়া থেকে এই কাজ করেছেন ডলি। তবে এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা, কেউ বিষ খাইয়ে দিয়েছে কিনা, সেটা তদন্ত করতে হবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর