বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একদিনের অভিযানে ৩৪টি যানবাহনকে মামলা, এক লাখ ৩০ হাজার ৪০০ টাকা জরিমানা, এক চালককে কারাদণ্ড, ১৯টি গাড়ির কাগজপত্র জব্দ এবং ৯টি যানবাহন ডাম্পিং করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরের জামাল খান, মুরাদপুর ও ২ নং গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএর পৃথক তিনটি আদালত এ অভিযান পরিচালনা করেন। এর মধ্যে আদালত-১১ জামাল খান মোড়ে ২৪টি মামলা, ৯৯ হাজার টাকা জরিমানা, মো. সাগর (২০) এক চালককে ভূয়া লাইসেন্স দিয়ে মেক্সিকো টেম্পো চালানোর দায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫টি গাড়ির কাগজ জব্দ করা হয়।
আদালত-১২ মুরাদপুরে ১টি মামলা, ১০ হাজার টাকা জরিমানা, ৯টি গাড়ির কাগজ জব্দ এবং ৯টি গাড়ি ডাম্পিং করা হয়। আদালত-১৩ ২ নং গেইটে ১৩টি মামলা, ২১ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৫টি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়।
অভিযানে সহায়তাকারী বিআরটিএ’র কর্মকর্তা মেহেদী ইকবাল বলেন, ‘ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালানো, ফিটনেসহীন গাড়ি চালানোসহ সব ধরণের যানবাহনের বাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান অব্যাহত আছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার