১৩ মে, ২০১৯ ২১:১৯

চসিকের উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিকের উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা এবং চারটি গাড়ি ভাঙচুরেরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়।  

সোমবার বিকালে নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকায় সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বাংলা বাজার উচ্ছেদ অভিযান চলাকালে হামলা চালায় অবৈধ দখলদালরা।

এসময় আহত হন পুলিশের উপ-পরিদর্শক মজিবুর রহমান এবং চালক শাহ আলিম। এ ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।  

চসিক সূত্রে জানা যায়, বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকার সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠে বাংলাবাজার। চসিক এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে অবৈধ দখলদাররা হামলা করে। এসময় হামলায় একজন পুলিশ আহত এবং চসিকের চারটি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অবৈধ বাজার উচ্ছেদ করা হয়।   

চসিকের ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবু জাফর চৌধুরী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে হামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ম্যাজিস্ট্রেট তিনজনকে তাৎক্ষণিকভাবে দুই মাসের জেল প্রদান করেন এবং অপর তিনজনকে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়।’
   

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর