২২ মে, ২০১৯ ১৭:৫৯

ঈদের আগেই পিসি রোড ও এক্সেস রোডের একাংশ খোলা হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ঈদের আগেই পিসি রোড ও এক্সেস রোডের একাংশ খোলা হবে

নগরীর গুরুত্বপূর্ণ আলোচিত সড়ক পোর্ট কানেকটিং (পিসি) রোড ও আগ্রাবাদ এক্সেস রোডের কাপেটিং লেয়ারের কাজ শুরু হয়েছে।  বুধবার সকালে পোর্ট কানেকটিংস্থ নিমতলা এবং পরে পোর্ট কানেকটিং জংশনে আগ্রাবাদ এক্সেস রোর্ডের কাপেটিং’র কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, নিবার্হী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব প্রমুখ।  

এ সময় সিটি মেয়র বলেন, ‘আসন্ন ঈদের আগেই পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে তাসফিয়া পর্যন্ত রাস্তার পূর্বাংশ এবং বেপারী পাড়া থেকে এক্সেস রোর্ডের দক্ষিণাংশ মিডিয়ান ব্লকসহ কাপেটিং লেয়ারের কাজ শতভাগ সম্পন্ন করে যান চলাচলের উপযোগী করা হবে। এই লক্ষে রাস্তা দু’টিতে গাড়ী চলাচলের উপযোগী এবং বর্যার মৌসুমে জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় কাজ করছে চসিক।’

মেয়র বলেন, ‘জাইকার অর্থায়নে ৫ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে এবং ১২০ ফুট প্রশস্থ নিমতলা থেকে তাসফিয়া পর্যন্ত ১০০ কোটি টাকা এবং ২ দশমিক ৩৭৮ কিলোমিটার দীর্ঘ ১২০ ফুট প্রশস্থ বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত আগ্রাবাদ এক্সেস রোড ৫১ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করা হচ্ছে। এর মধ্যে হাজীপাড়ার মুখে আরসিসি পার্কিংও রয়েছে। এই প্রকল্পে রাস্তার দু’পাশে ২ মিটার প্রশস্থ আরসিটি ড্রেন ও ফুটপাত নিমাণের কাজ শেষ হয়েছে। আর রাস্তার মাঝখানে আড়াই ফুট প্রশস্থ মিডিয়ান নির্মাণ ও এলইডি আলোকায়ন কাজ চলমান রয়েছে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর