২৬ জুন, ২০১৯ ১৭:৩৬

চট্টগ্রামে পিসি রোডের উন্নয়ন কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে পিসি রোডের উন্নয়ন কাজ উদ্বোধন

চট্টগ্রাম নগরের নিমতলী থেকে সাগরিকা পর্যন্ত পোর্ট কানেকটিং (পিসি) রোডের আনন্দপুরী-মাজার পর্যন্ত অংশের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে নয়াবাজার চত্বরে এই কাজের ফলক উম্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধনকারে সিটি মেয়র বলেন, ‘৫ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১২০ ফুট প্রস্থের নিমতলা থেকে অলংকার মোড় পর্যন্ত পোর্ট কানেকটিং রোডটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ১২০ ফুট প্রস্থের বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত সড়কটি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শীঘ্রই এ সড়ক দুটির নামকরণ মন্ত্রালয় থেকে অনুমোদন মিলবে।’

তিনি বলেন, ‘মুখে অনেক কথা বলা সহজ, কিন্তু কাজ করা অনেক কঠিন। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত বন্দরের সকল গাড়ি যাতায়াত করে। ফলে কাজ করতে নানা প্রতিবন্ধকা দেখা দেয়। তবুও চসিকের আন্তরিক প্রচেষ্টায় সড়কের উন্নয়ন কাজ চলছে। কিন্তু সড়কের উন্নয়ন করতে গিয়ে জনগণ দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এম এম এরশাদ উল্লাহ, মো. সাবের আহমেদ, মোরশেদ আক্তার, আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন খানম, ফারহানা জাবেদ, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, নিবার্হী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক অসীম বড়ুয়া।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর