২২ জুলাই, ২০১৯ ১৬:১৯

লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

অবশেষে শাহ আমানত বিমানবন্দর সড়কের লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখানকার ১৫ একর জায়গা উদ্ধার করে আমদানি-রফতানি পণ্য হ্যান্ডলিংয়ের জন্য নতুন পতেঙ্গা টার্মিনাল নির্মাণ করবে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরুর কথা থাকলেও এতোদিন তা হয়নি। সোমবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহায়তায় অভিযান শুরু হয়েছে। ৬০ জন পুলিশ, ৩০ জন আনসার ও ৬০ জন শ্রমিক ও পর্যাপ্ত লংবুম ও বুলডোজার দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে উচ্ছেদ অভিযানের নোটিশ পেয়ে অনেকে তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে শুরু করেছে। উচ্ছেদকৃত জায়গায় লাল পতাকা টাঙিয়ে বন্দর কর্তৃপক্ষ তাদের এই জায়গা দখলে নেয়। কর্ণফুলী নদীর ১২-১৩ নম্বর ঘাটের মাঝখানের এই চরে অবৈধ দখলে থাকা ১৩০টি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে বন্দর সূত্রে জানা গেছে। যারা নিজ উদ্যোগে সরে যাচ্ছে না তাদের স্থপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর