৩ আগস্ট, ২০১৯ ২১:৩৭

দুই বিশেষ অঞ্চল চালুর আগেই মেট্রোরেল চান মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই বিশেষ অঞ্চল চালুর আগেই মেট্রোরেল চান মেয়র নাছির

চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরের কার্যক্রম ও আনোয়ারা ইকোনমিক জোন চালু হওয়ার আগেই মেট্রোরেল চালুর উপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার সিটি করপোরেশন ও সিডিএ’র এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল সম্পর্কিত সমন্বয় সভায় এ বিষয়ের উপর গুরুত্বদেন মেয়র।

আ জ ম নাছির উদ্দিন বলেন, নগরের উন্নয়নের জন্য মেট্রোরেল অপরিহার্য। সিডিএ নতুন মাস্টারপ্ল্যানে মেট্রোরেল করিডোর রাখবে। এ মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বাধা নেই। বঙ্গবন্ধু শিল্পনগর এবং আনোয়ারায় ইকোনমিক পুরোদমে উৎপাদনে গেলে ১৫ লাখ মানুষ নগরে যুক্ত হবে। তাই গণপরিবহনকে অগ্রাধিকার দিতে হবে। তাই মেট্রোরেল পরিকল্পনা করছে সিটি করপোরেশন।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সিডিএর এক্সপ্রেসওয়ের ডিজাইনার নূর সাদেক প্রমুখ মতামত দেন।

সিডিএর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান জানান, সিটি করপোরেশন চিঠি দিয়ে অনুরোধ জানালে মেট্রোরেলের প্রস্তাবিত এলাকায় সিডিএ ভবন অনুমোদনে বিশেষ পরিকল্পনা নেবে। এ সিডিএর পক্ষ থেকে অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করা হবে।
 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর