চট্টগ্রামে পিকআপ ভ্যান চাপায় পারভীন আকতার নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনা আহত হয়েছেন আরো চার শ্রমিক।
শুক্রবার সকালে নগরীর আকবর শাহ থানার কালীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভীন সাগরিকা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার বাসা কালীর হাট এলাকায়।
চমেক হাসপাতাল সূূত্রে জানা যায়, শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে পোশাক শ্রমিকদের একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে পাঁচ শ্রমিক মারাত্বক ভাবে আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পারভীনকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন