১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০১

'শিক্ষা প্রশাসনের দুষ্টু চক্র ভাঙতে হবে'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'শিক্ষা প্রশাসনের দুষ্টু চক্র ভাঙতে হবে'

শিক্ষা প্রশাসনের দুষ্টু চক্র ভাঙতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী। একই সাথে শিক্ষাকে ব্যবস্থার জাতীয়করণ, শিক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু দাবিও তোলেন চট্টগ্রামের এই পেশাজীবী নাগরিক সংগঠক ।

চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজে ছাত্র সংসদ আয়োজিত শিক্ষা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ১৭ নং বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মোক্তার হোসেন লিটন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, উপ-আইন সম্পাদক মুনির চৌধুরী, চট্টগ্রাম মহানগর তাঁতীলীগের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দিন। 

বাকলিয়া সরকারি কলেজের ভিপি এস এম ইনজামাম আকিবের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাকলিয়া কলেজ সাবেক ছাত্রলীগ নেতা রিজবী আহমেদ, রাশেদ খান, কলেজ ছাত্রলীগ সভাপতি ফহিম জিয়া, সহ-সভাপতি সৈকত বড়ুয়া, রিদওয়ানুল হক জামি, সাধারণ সম্পাদক এম এম মোহাইমিনুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সানজীব, হারুনুর রশীদ মুন্না, কলেজ ছাত্র সংসদের এনজিএস টিপু দত্ত, অর্থ সম্পাদক রহমান আলী রিপন, বাকলিয়া ছাত্রলীগ নেতা শাকিল আরিন, মুহাম্মদ ইউনুছ, মানিক সুজন, আরাফাত উল্লাহ নেজাম প্রমূখ।

চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী শিক্ষা খাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, বাংলাদেশে শিক্ষার জন্য জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশী কাজ কেউ করেননি। অথচ শিক্ষা ব্যবস্থায় মহল বিশেষ বাণিজ্যিকীকরণের ছোবল মারছে। এ ছোবল থেকে শিক্ষাকে বাঁচানো না গেলে শিক্ষা আন্দোলনের দীর্ঘ ত্যাগ ভুলুণ্ঠিত হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে না।

রিয়াজ বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার বাস্তবায়নের চেয়ে শিক্ষা প্রশাসনে প্রভাব বিস্তারের প্রচেষ্টা'ই করছে উন্নয়ন বিরোধী শক্তি। তারা বিভিন্ন নামে বেনামে সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে বদলী, পদায়নসহ অপবাণিজ্যের লক্ষ্যে যেন নতুন নতুন দোকান খুলছেন । মৌলবাদী অপশক্তিই মুলত কিছু হাইব্রিডকে নিয়ে একাজটি করছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীসহ দায়িত্বশীলদের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন পেশাজীবী-নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।                       

এছাড়াও ১৯৬২ এর শিক্ষা আন্দোলনের শহীদ মোস্তফা, বাবুল, ওয়াজীউল্লাহ প্রমুখকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। শুরুতেই শ্রদ্ধা জানান জাতির পিতা ও বঙ্গমাতাসহ পনেরো আগস্টের শহীদদের।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর