চট্টগ্রামে পুলিশের ওপর হামলায় গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ নেতা আলোচিত সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি মো. জাহেদুর রহমান জাহেদ। এসময় তার অনুসারীদের পাথর নিক্ষেপে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- খুলশী থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই রতন ও কনস্টেবল মো. মনির। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- টহল ডিউটির সময় নগরীর খুলশী থানার একটি টিম রাত সাড়ে ১১টার দিকে ইস্পাহানী মোড়ে সন্ত্রাসী জাহেদ তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথরের টুকরো নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া করে জাহেদকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। জাহেদুর রহমান ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে সিটি কলেজছাত্র ও নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি। এ হত্যা মামলায় সে আগে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পায়।
তিনি জানেন, জাহেদুর রহমান স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুদীপ্ত হত্যা মামলায় কারাবন্দি দিদারুল আলম মাসুমের অনুসারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের