বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিচালক ড. মো. মাসুদুর রহমান বলেছেন, ‘বাঁশের তৈরি আসবাব এখন শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, সারাবিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। বাঁশ আমাদের জন্য একটি আর্শীবাদ। এটিকে টেকসইভাবে ব্যবহার করতে হবে। বৃক্ষের উপর চাপ কমাতে বাঁশের যোজিত আসবাব ব্যবহারের বিকল্প নেই।’
বৃহস্পতিবার দুপুরে বিএফআরআই এর মিলনায়তনে ‘বাঁশের যোজিত পণ্য তৈরির কৌশল’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই’র সাবেক পরিচালক ড. খুরশীদ আকতার। এছাড়া বাঁশের যোজিত পণ্য তৈরির কৌশল বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান এবং রিসার্চ অফিসার মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন এ কে খান গ্রুপের পরিচালক শামছুদ্দিন খান, প্রধান সমন্বয়ক শেরফেনাজ খান, সেন্টার ফর যাকাত ফাউন্ডেশন চট্টগ্রামের ম্যানেজার (বিজনেস প্রমোশন), মো. শাহজাহান, এরিয়া ম্যানেজার ড. মো. বিল্লাল হোসেন, সিএমটি ইন্টারন্যাশনালের লিলি চাকমা, ফরহাদ জামান জনি ও ‘অর্বাচীন’এর নকশাকার আশীষ দেব অভি, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন খান, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য সচিব মো জহিরুল আলম।
মূপ্রবন্ধে ড. খুরশীদ আকতার বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বাঁশ প্রয়োজন। ভবিষ্যত পৃথিবীতে বাঁশের তৈরি আসবাবই হয়ে উঠবে সবচেয়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব। বাঁশ যেমন ঝাড়ে থাকা অবস্থায় আমাদের অক্সিজেন দেয়, আবার কেটে এর দ্বারা আসবাব তৈরির মাধ্যমে কার্বনও ধরে রাখা যায়। যার ফলে আসবাব সামগ্রী তৈরিতে বাঁশ পরিবেশের জন্য একটি টেকসই সমাধান হতে পারে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল