চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে গুলি ও কুপিয়ে মো. রাসেল (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। মো. রাসেল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বৃহস্পতিবার বিকেলে মোবারক আলী টিলা এলাকায় সন্ত্রাসীরা মো. রাসেলকে গুলি করে ও কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। মরদেহ ধান জমিতে ফেলে চলে যায়। ঘটনাস্থল থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাসেলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করা রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম