তীব্র কুয়াশায় আচ্ছন্ন থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ৬টি ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করেছে। রবিবার সকালে ৯টা পর্যন্ত কাতারের দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, মাসকাট ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ২টি ফ্লাইট ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে শাহজালাল বিমানবন্দরে চলে গেছে।
শাহ আমানত বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির বলেন, সকাল ১০টার পর থেকে বিমান উঠানামা স্বাভাবিক হয়েছে। ঢাকায় যাওয়া ফ্লাইটগুলো পুনরায় চট্টগ্রামে ফিরে এসেছে।
এদিকে শনিবার রাতে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, ইউএস বাংলার একটি ডমেস্টিক ও একটি ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা চলে যায় বলে জানান শাহ আমনত (র.) বিমান বন্দর সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের