২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৩৬

চসিকে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিকে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে ৪১ ওয়ার্ড কাউন্সিলর এবং ১৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন- ১ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম রাসেদ, ২ নং ওয়ার্ডে ইয়াকুব চৌধুরী, ৩ নং ওয়ার্ডে মো. ইলিয়াছ, ৪ নং ওয়ার্ডে মাহবুবুল আলম, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ আজম, ৬ নং ওয়ার্ডে হাসান লিটন, ৭ নং ওয়ার্ডে ইসকান্দার মির্জা, ৮ নং ওয়ার্ডে হাসান চৌধুরী ওসমান, ৯ নং ওয়ার্ডে আবদুস সাত্তার সেলিম, ১০ নং ওয়ার্ডে রফিক উদ্দিন চৌধুরী, ১১ নং ওয়ার্ডে সোহরাব হোসেন চৌধুরী, ১২ নং ওয়ার্ডে শামসুল আলম, ১৩ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম দুলাল, ১৪ নং ওয়ার্ডে আবদুল হালিম, ১৫ নং ওয়ার্ডে চৌধুরী সাইফুদ্দীন রাশেদ, ১৬ নং ওয়ার্ডে সালাউদ্দিন কাউসার লাবু, ১৭ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ডিউক, ১৮ নং ওয়ার্ডে মো. মহিউদ্দিন, ১৯ নং ওয়ার্ডে ইয়াসিন চৌধুরী আছু, ২০ নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম মিলন, ২১ নং ওয়ার্ডে আবু মো. মহসিন চৌং, ২২ নং ওয়ার্ডে এম. এ মালেক, ২৩ নং ওয়ার্ডে হাজী মো. মহসিন ২৪ নং ওয়ার্ডে এস.এম ফরিদুল আলম, ২৫ নং ওয়ার্ডে শহীদ মো. চৌধুরী ২৬ নং ওয়ার্ডে মো. আবুল হাশেম, ২৭ নং ওয়ার্ডে মো. সেকান্দও, ২৮ নং ওয়ার্ডে এস.এম জামাল উদ্দিন জসিম, ২৯ নং ওয়ার্ডে মো. সালাহ উদ্দিন ৩০ নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৩১ নং ওয়ার্ডে দিদারুর রহমান লাভু, ৩২ নং ওয়ার্ডে সৈয়দ আবুল বশর, ৩৩ নং ওয়ার্ডে আকতার খান ৩৪ নং ওয়ার্ডে ইসমাইল বালি, ৩৫ নং ওয়ার্ডে অ্যাড. তারিক আহমদ, ৩৬ নং ওয়ার্ডে মো. হারুন (ডক), ৩৭ নং ওয়ার্ডে মো. ওসমান ৩৮ নং ওয়ার্ডে হানিফ সওদাগর, ৩৯ নং ওয়ার্ডে সরফরাজ কাদের রাসেল, ৪০ নং ওয়ার্ডে মো. হারুন, ৪১ নং ওয়ার্ডে ডা. নুরুল আফছার। 

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ক্রমানুসারে ওয়ার্ড নং- ১,২,৩ রোকসানা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে শাহেনেওয়াজ চৌধুরী। ৭, ৮ নং ওয়ার্ডে জিন্নাতুন নেছা জিনিয়া, ৯,১০,১৩ নং ওয়ার্ডে সকিনা বেগম। ১২, ২৩, ২৪ নং ওয়ার্ডে  খালেদা বোরহান, ১৪,১৫,২১ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম মনি। ১৭,১৮,১৯ নং ওয়ার্ডে মাহমুদা সুলতানা ঝর্ণা,  ১৬,২০,৩২ নং ওয়ার্ডে পারভীন আকতার চৌধুরী। ২২,৩০,৩১ নং ওয়ার্ডে আরজুন নাহার মান্না, ১১,২৫,২৬ নং ওয়ার্ডে  জেসমিনা খানম, ২৮,২৯,৩৬ নং ওয়ার্ডে কামরুন নাহার লিজা, ২৭,৩৭,৩৮ নং ওয়ার্ডে সাহিদা খানম। ৩৩,৩৪,৩৫ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম এবং ৩৯,৪০,৪১ নং ওয়ার্ডে জাহিদা হোসেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর