বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই মধ্যে দেড় হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শাকিলার ফারজানার ব্যক্তিগত সহকারি নাজিম উদ্দিন বলেন, হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন এ খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।
জানা যায়, করোনা প্রাদুর্ভাবের মধ্যে কর্মহীন ও অসহায় পরিবারগুলো মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। পাশাপাশি করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা তৈরি লিফেলেট বিতরণ করা হচ্ছে।
এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের দুই ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেলসহ নানান পণ্য। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন শাকিলা ফারজানা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ