চট্টগ্রাম নগরের পথে পথে ও বিভিন্ন সড়কে নভেল করোনাভাইরাসের অচলাবস্থার মধ্যে উপার্জন হারানো বস্তিবাসীরা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে।বৃহস্পতিবার দুপুরে নগরের বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধসহ বিক্ষোভ করে। এর আগে গত বুধবার বিকালেও নগরীর বড়পুল এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকশ’ বস্তিবাসী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আকবার শাহ থানার নিউ মনসুরাদ থেকে কর্নেল হাট পর্যন্ত এলাকায় রাস্তার দুই পাশে বিক্ষোভ করে কয়েকশ বস্তিবাসী। তাছাড়া উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ডের আর্থিকভাবে অসচ্ছল মানুষগুলো কর্নেলহাট হাট এলাকায় ত্রাণের জন্য মানববন্ধন করেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বস্তিবাসীরা ত্রাণের দাবিতে সড়কে নেমে পড়েন। তাদের দাবি সরকার ও বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ করলেও তারা কিছু পাননি। আমরা তাদের বলেছি, স্থানীয় কাউন্সিলর যে তালিকা প্রস্তুত করছে সেখানে যেন তারা অন্তর্ভুক্ত হয়। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল