চট্টগ্রামে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম আবদুল মজিদ। সোমবার ভোর রাতে বাঁশখালী উপজেলার মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ বাঁশখালীর এক তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি।
র্যাব-৭ সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন, বাঁশখালীর মিয়া বাজার এলাকায় আসামি ধরতে অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এসময় সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এসময় একটি এলজি ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম আবদুল মজিদ।
জানা যায়, গত ২৭ এপ্রিল বাঁশখালীর উপজেলার বৈলছড়ি এলাকায় গণধর্ষণের শিকার হয় এক তরুণী। ঘটনার পর থেকে ওই তরুণীর অভিযোগ আবদুল মজিদ ও তার দুই বন্ধু মিলে তাকে গণধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম