চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. দেলোয়ার হোসেন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে থানার সিটি গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।
তিনি বলেন, আহত মোটরসাইকেল চালক আলমগীরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভতি করা হয়েছে। এ ঘটনায় কার্ভাডভ্যান চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল