ওষুধের কারসাজি ঠেকাতে অনন্য উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)র কোতোয়ালী থানা। ওষুধের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম ও কারসাজি ঠেকাতে ‘আমার ফার্মেসী’ নামে সেবা চালু করেছে। এ সেবার আওতায় হট নাম্বারে ফোন করলেই ঘরে পৌঁছে যাবে ওষুধ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'ওষুধ নিয়ে কিছু ব্যবসায়ী কারসাজি শুরু করেছে। কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়িয়েছে কয়েকগুণ। নগরবাসীকে ওষুধের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই আমাদের এ আয়োজন। বাড়তি দাম আমরাই ভর্তুকি দিয়ে কিনে তা নগরবাসীকে সরবরাহ করব। '
জানা যায়, ওষুধের কৃত্রিম কারসাজি ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রি ঠেকাতে ‘আমার ফার্মেসী’ চালু করা হয়েছে। ফোন করলে বাসায় বসেই মিলবে ওষুধ। এরই মধ্যে একটি হটলাইন চালু করা হয়েছে। ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলে বাসায়ও মিলবে প্রয়োজনীয় ওষুধ। সব ওষুধই মিলবে ১৫ শতাংশ ছাড় মূল্যে। ভর্তুকির মাধ্যমে সেই টাকা সমন্বয় করা হবে। উদ্যোগে সহযোগিতা করছে বাইক স্টান্ট গ্রুপ 'বিএম রাইডার্স'।
ওসি মহসীন জানান, প্রেসক্রিপশন ছাড়া এবং কোর্সের অতিরিক্ত কোন ওষুধ বিক্রি করা হবে না। মানুষের ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করার পাশাপাশি ওষুধ নিয়ে কারসাজি কমাতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আরাফাত