চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের লুপে ট্রাকচাপায় ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী সামাইরা স্নেহা শারমিন (২৬)। গত মঙ্গলবার রাতে ফ্লাইওভার থেকে জিইসি মোড়ের দিকে নামার লুপে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।
নিহত নারী আরোহী ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এমবিএ চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাছাড়া তিনি একটি মোবাইল কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় শারমিন। আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন। চাকরি থেকে সহকর্মীর সঙ্গে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়ার কথা ছিল বলে জানা যায়।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক বাবু মিয়া বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/হিমেল