র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী সিহত হয়েছেন। সমুদ্রপথে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে প্রবেশ করার সময় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের ঐ মাদক ব্যবসায়ী নিহত হন। শনিবার ভোরে নগরের ইপিজেড থানাধীন বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ২২ বছর বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, একটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, সমুদ্রপথে এসে ইয়াবাসহ কয়েখজন মাদক ব্যবসায়ী শহরে প্রবেশ করবে বলে আমাদের কাছে তথ্য ছিল। তার ভিত্তিতে ইপিজেড থানাধীন বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসানো হয়। ইয়াবা ব্যবসায়ীরা আসার পথে চেকপোস্টের সামনে পড়লে র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল