চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইলিয়াছ। রবিবার রাতে জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারি পৌরএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ইলিয়াছ জেলার হাটহাজারী উপজেলার সাদেক নগর এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
চন্দনাইশ থানা পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অভিযান চালানো হয়। অভিযোনে ১ হাজার পিস ইয়াবাসহ ইলিয়াছ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম