চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির করোনা জয় করে নিজ কাজে যোগ দিয়েছেন। দীর্ঘ এক মাস ঢাকায় চিকিৎসা শেষে চট্টগ্রামে ফিরে মঙ্গলবার সকালে তিনি কর্মস্থলে আসেন।
এসময় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৩ মে শারীরিক অসুস্থতা অনুভব করলে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা করেন। ২৪ মে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। পরে জানা যায় স্বাস্থ্য পরিচালকের মা, বাবা, ব্যক্তিগত সহকারী এবং গাড়ি চালকও করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসার জন্য মা-বাবাকে নিয়ে ঢাকায় চলে যান তিনি। সেখানে বেসরকারি আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর চতুর্থ দফা নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে করোনা মুক্ত হন তিনি। এরপরেই কাজে যোগ দিতে চট্টগ্রাম আসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন