চট্টগ্রামের সীতাকুন্ডের সিরাজ ভূইয়া রাস্তার মাথায় রেলওয়েতে কর্মরত কর্মচারী গরীবের পাশে থাকা মানবিক ও বিপদের বন্ধু রাকিব উল্লাহ সোহেলসহ দুইজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জুন) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে বলে জানান সীতাকুন্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম। এসময় বরকত উল্লাহ নামেরও একজন মারা যান।
তিনি বলেন, রাকিব উল্লাহ মোটরসাইকেল চালাচ্ছিলেন আর বরকত উল্লাহ তার পেছনে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি লরি ও আরেকটি গাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে বরকত উল্লাহ নিহত হন। এসময় দ্রুত রেলের কর্মচারি রাকিব উল্লাহকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব উল্লাহ সোহেল রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীস্থ ডিজেল সপের পিটার-১ পদে কর্মরত ছিলেন। পোষ্য কোটায় চাকরিতে যোগদান করেন তিনি। চাকরির পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। বেতনের টাকা থেকে নিজের সঞ্চয়ের ৩০ হাজার টাকা দিয়ে রেলওয়ে সংশ্লিষ্ট ৫০টি পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলেন করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী।
নিজেই খোঁজ নিয়ে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অনেকেই আত্মসম্মানের কারণে রেল পরিবারের দুর্দশার কথা মুখে বলতে পারছে না। সেই বিষয়টি উপলব্ধি করে চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সেই রাকিব। মানবিক রাকিব আজ না ফেরার পথেই চলে গেলেন।
রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, রেলের একজন সহকর্মীর এমন অকাল মৃত্যু কোভাবেই কাম্য নই। রেলফ্যান গ্রুপসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। মানবিক দৃষ্টিকোণ থেকেই অবহেলীত রেলের মানুষদের পাশেও ছিলেন সবসময়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর