চট্টগ্রাম নগরের গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুণীঘাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও ছিনতাইসহ সাতটি মামলার আসামি মো. রাসেল (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় পাহাড়তলী থানার চার পুলিশ সদস্যও আহত হন। নিহত মো. রাসেল নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকার তিন নম্বর সড়কের জনৈক শামসুল হকের দত্তক নেওয়া সন্তান বলে জানা যায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাসেলসহ সন্ত্রাসীদের একটি দল বারুণীঘাট এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। উভয়পক্ষে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে রাসেলের মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। গোলাগুলিতে পাহাড়তলী থানার চার পুলিশ সদস্যও আহত হন।
তিনি আরও বলেন, ছিনতাই, খুন, খুনের চেষ্টাসহ এমন কোনো অপরাধ নেই যা রাসেল করে নাই। তার বিরুদ্ধে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় সাতটি মামলা আছে। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালালেও রাসেল পালাতে সক্ষম হয়। কেবল দুই বছর আগে একবার তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে বের হয়ে সে একজনকে গুলি করে গুরুতর আহত করে। এরপর থেকে তাকে গ্রেফতারের জন্য খোঁজ করা হচ্ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর