চট্টগ্রামে আমের ক্যারেটে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব-৭। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুই ব্যবসায়ী হলেন- প্যারিস ক্রো (৪১) এবং ম্যুই তো কিং মারমা (৩১) । বুধবার বিকেলে জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব কর্মকর্তার মাশকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা কক্সবাজারের আলীকদম থেকে ইয়াবার চালান আমের ক্যারেটে করে সাতকানিয়ার কেরানী হাটে নিয়ে আসে। এখানে মাদকের চালানটি অন্য পার্টির কাছে হস্তান্তরের কথা ছিল। গোপন সুত্রে এ তথ্য পেয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। এ সময় দুই জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম