চট্টগ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম শহীদুল আলম। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, গোপন সুত্রে খবর পেয়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পরে ওই প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী শহীদুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম