ধর্ষণের বাধা দেয়ায় খুন করা হয় ভবঘুরে নারী মালেকা বেগমকে (৪৫)। এ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসামিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন তথ্য দিয়েছে।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন- খুনের সাথে জড়িত রুবেল প্রকাশ ভোলাইয়া সুমন এবং মালেকার ছিনতাইকৃত মোবাইলের ক্রেতা মাইকেল বড়ুয়া। বুধবার রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ভোলাইয়া পেশাদার অপরাধী। বিভিন্ন অপরাধে সাথে জড়িত থাকার অভিযোগে এর আগে বেশ কয়েকবার তাকে গ্রেফতার করে পুলিশ। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া অপর আসামি সুমনের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, খুনের শিকার ভবঘুরে নারী মালেকাকে কৌশলে খুনের দিন সিআরবি রেলওয়ের পরিত্যক্ত বাংলোতে নিয়ে যায় ভোলাইয়া ও সুমন। ওইখানে ধর্ষণের চেষ্টা করা হয় ওই নারীকে। এসময় ধর্ষণে বাধা দিলে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় তাকে। যাওয়ার সময় ওই নারীর সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। ওই মোবাইল বিক্রির টাকা দিয়ে ইয়াবা কিনে দুই জনে সেবন করে।
ওসি বলেন, ভোইয়া ও সুমন দুই জনই মালেকা খুনের সাথে সরাসরি জড়িত। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে। গ্রেফতার হওয়া অপর আসামি মাইকেল বড়ুয়া মালেকার ছিনতাই হওয়া মোবাইল ক্রয় করেছে। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ জুন নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ক্লু লেস মামলা হিসেবে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শুরু দুই দিনের মধ্যেই রহস্য উম্মোচন করে পুলিশ।
বিডি প্রতিদিন/আরাফাত