চাঁদা না দেয়ায় উদ্বোধনের দুই দিনের মাথায় সীতাকুন্ড মডেল মসজিদের নির্মাণ কাজের ফলক ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ফকিরহাট এলাকার সীতাকুন্ড মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ফলকটি ভাঙচুর করে দুবৃত্তরা।
যদিও স্থানীয় সাংসদ সদস্য দিদারুল আলম এ ঘটনার নেপথ্য নায়ক হিসেবে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি এসএম আল মামুনকে দায়ী করেছেন।
সাংসদ দিদারুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি থানা ও উপজেলায় কোটি টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ নিমার্ণের উদ্যোগ নিয়েছেন। ওই উদ্যোগের অংশ হিসেবে সীতাকুণ্ড মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়। গত ২৫ জুন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা মসজিদের নাম ফলক ভাঙচুর করে।
ওই মসজিদের ঠিকাদারদের উদ্ধৃতি নিয়ে সাংসদ দিদারুল আলম বলেন, উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা এ মসজিদের ঠিকাদারের কাছে ৬ শতাংশ চাঁদা দাবি করে। প্রত্যাশিত চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকী দেয়। চাঁদা না দেয়ায় উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা মসজিদের নাম ফলকটি ভাঙচুর করে।
সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, একদল দুস্কৃতিকারী মডেল মসজিদের নাম ফলক ভাঙচুর করেছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম