চট্টগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাগর নামে এক টমটম চালক খুন হয়েছেন। একই ঘটনায় রাজু নামে আরেক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার রাতে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপি'র বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাগর নামে এক টমটম চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক। তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তারা ঘটনার কারণ জানার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/সেলিম/আরাফাত