চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ এসেছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন। এখনও চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারিরীক অবস্থা ভালো বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান হাসপাতালে ভর্তি হওয়ার আগেই নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। আজ শনিবার করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি যেখানে নমুনা দিয়েছিলেন সেখান থেকে মুঠোফোনে তার করোনা পজেটিভ বলে জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর