৪ জুলাই, ২০২০ ২১:১০

লোকমান হত্যা মামলার ছদ্মবেশী আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

লোকমান হত্যা মামলার ছদ্মবেশী আসামি গ্রেফতার

নিজের নাম পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করেও গ্রেফতার এড়াতে পারেননি নগরীর বাকলিয়ায় চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার পলাতক আসামি মো. এমদাদুল হক আকাশক (২২)। শনিবার তাকে পটিয়া থেকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। এমদাদুল পটিয়া উপজেলার হুলাইন এলাকার মো. আবদুল মান্নানের ছেলে।

ওসি নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার নিজ বাড়ি থেকে এমদাদুল হক আকাশকে গ্রেফতার করা হয়েছে। আকাশ লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, লোকমান হত্যাকাণ্ডের পর এমদাদুল হক আকাশ তার আত্মীয় আলমের জন্মনিবন্ধন ও এসএসসি সার্টিফিকেট ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করেন। কিন্তু পুলিশের জালে ধরা পড়েছেন আকাশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল প্রেমের সম্পর্ক নিয়ে সৃষ্ট বিরোধের জেরে খুন হন লোকমান। ঘটনার পর মামলার আসামি সাইফুল পুলিশের সঙ্গে ইতিপূর্বে বন্ধুকযুদ্ধে নিহত হন। জিয়াউদ্দীন বাবলু নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর