৮ জুলাই, ২০২০ ২১:১৭

কর্ণফুলীর ফাঁড়িতে স্ক্র্যাপ লোহা নিয়ে জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলীর ফাঁড়িতে স্ক্র্যাপ লোহা নিয়ে জাহাজডুবি

কর্ণফুলী নদীর ফাঁড়িতে ২ হাজার ২৪৬ টন স্ক্র্যাপ লোহাসহ একটি জাহাজ ডুবে গেছে। বুধবার ভোর রাতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা 'এমভি বর্ণিয়া প্রিন্স-২' নামে জাহাজটি বয়ার সঙ্গে (ভাসমাস সংকেত বাতি) আঘাত লেগে ডুবে যায়।

জানা গেছে, আবুল খায়ের গ্রুপের পণ্যবাহী লাইটার জাহাজটিতে ১৪ জন নাবিক ছিলেন। তারা সবাই নিরাপদে কূলে ফিরতে সক্ষম হয়েছেন।

বন্দরের এক কমকর্তা জানান, বহির্নোঙর থেকে পণ্য আনার পর জাহাজটি গত ১৫ জুন থেকে খালাসের জন্য সিরিয়ালে অপেক্ষমাণ ছিল। সমুদ্র উত্তাল থাকায় ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে নদীতে অতিরিক্ত ঢেউ ও স্রোতের বেগে জাহাজটির রশি ও নোঙর ছিড়ে উল্টে যায়। এ ঘটনার পর অন্যান্য জাহাজ চলাচলের পথ চিহ্নিত করার জন্য বন্দর কর্তৃপক্ষের টাগবোট কাণ্ডারী পাঠানো হয়। জাহাজটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে ফেলার কাজ চলছে বলে জানান বন্দরের সচিব মো. উমর ফারুক।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর