২৯ জুলাই, ২০২০ ১৮:২৭

চট্টগ্রামে পশুর হাটে মাস্কবিহীন ৬ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে পশুর হাটে মাস্কবিহীন ৬ ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রাম নগরের বিবিরহাট পশু বাজার ও কর্ণফুলী পশু বাজারে (নুর নগর হাউজিং এস্টেট) মাস্কবিহীন বাজারে ঘুরাফেরা করার দায়ে ৬ ব্যক্তিকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার ২টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। তাছাড়া অভিযানে অনুমোদন ছাড়া নগরের গোলপাহাড় এলাকায় সরকারি কলোনীতে পশুর বাজার বসানোয় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং সিএন্ডবি কলোনীতে অপর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একদিনের মধ্যেই গরু সরানোর জন্যে মুচলেকা নেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘প্রতিদিন ৩ জন ম্যাজিস্ট্রেট নগরীর সাতটি অনুমোদিত বাজারে অভিযানের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানে তদারকি করা হচ্ছে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটে মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ এবং সবাইকে মাস্ক পরে পশুর হাটে প্রবেশ করতে নির্দেশনা দেয়া হয়। নিয়মিত পশুর হাট মনিটরিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’     

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর