৪ আগস্ট, ২০২০ ১৮:৩১

নিশ্চিদ্র নিরাপত্তার ব্যতিক্রমী এক ঈদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিশ্চিদ্র নিরাপত্তার ব্যতিক্রমী এক ঈদ

কঠোর নিরাপত্তা বলয়ে কেটেছে এবার কোরবানির ঈদ। অপরাধ প্রবণ এলাকায় টহল জোরদার ও এলাকা ভেদে নিরাপত্তা পরিকল্পনার কারণে চট্টগ্রাম মহানগর ও জেলায় বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে ঝঞ্ঝাটমুক্ত ব্যতিক্রম ঈদ উপভোগ করেছে চট্টগ্রামবাসী।

সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে পুরো নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি অতিরিক্ত টহলে ছিল পুলিশ। এসময় নগরীতে ৫ হাজার ফোর্স অ্যাক্টিব ছিল। তাই ঈদের ছুটিতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।’

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘ঈদের ছুটিতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে নানান পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। ফলে ছুটিতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

জানা যায়, কোববানির ঈদকে সামনে রেখে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয় মহানগর ও জেলা পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলে ছিল অতিরিক্ত পুলিশ। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শপিং মলগুলোর জন্যও নেয়া হয় পৃথক নিরাপত্তা ব্যবস্থা। অপরাধ প্রবণ এলাকাও নেয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নগরী কিংবা জেলায় বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বলেন, ‘ঈদের ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকায় পুলিশের টহল আগের চেয়ে বেশি সক্রিয় ছিল। নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো ছিল।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর