চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নগরের অবৈধ দখলমুক্ত করতে মাইকিং এবং প্রচার প্রচারণা চালিয়েছেন।
আজ দুপুরে নগরীর মাঝিরঘাট স্ট্যান্ড রোড হয়ে কদমতলী ফ্লাইওভার থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত মাইকিং করে তিনি ফুটপাত ও রাস্তা পরিদর্শনকালে মাইকিং করেন। এসময় তিনি কদমতলী ও দেওয়ানহাট ফ্লাইওভারের নিচে এবং ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা অবকাঠামো নিজ দায়িত্বে সরিয়ে নিতে সবাইকে অনুরোধ করেন।
অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এসময় উপস্থিত জনসাধারণ ব্যবসা টিকিয়ে রাখতে বিকল্প ব্যবস্থা করার অনুরোধ জানালে প্রশাসক ফুটপাত অবমুক্ত করে ব্যবসা পরিচালনায় সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
প্রশাসক পরিদর্শনকালে স্টেশন রোড ও নিউমার্কেট মোড়ে চসিকের গণশৌচাগার থেকে অবৈধভাবে পানি বিক্রির সময় হাতে নাতে ধরে পাইপ জব্দ করেন এবং পানি বিক্রি বন্ধের নির্দেশনা দেন।
চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, ‘আমার কাজ কথা বলবে। আমার সর্বোচ্চ দিয়ে নগরবাসীর অধিকার আদায়ে চেষ্টা অব্যাহত রাখবো। এজন্য নগরবাসীর সহযোগিতা চাই।’
তিনি বলেন, আমার কাছে তথ্য আছে কিছু অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চসিকের পানি বিক্রি করে রমরমা ব্যবসা করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই আজ থেকে এই পানি বিক্রি বন্ধ। বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে। একই সঙ্গে গণশৌচাগারের ইজারাও বাতিল করা হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত