চট্টগ্রাম পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো চালানো হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, বুধবার দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. আতিকুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই সময় অপর একটি অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রুবী আকতার নামে আরেক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও নগরীর বিআরটিসি এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন ও মো. রায়হান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর