পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার নগরীর মিসকিন শাহ মাজার এবং দেবপাহাড় বস্তি এলাকায় সিআইডি’র পক্ষে ত্রাণ বিতরণ করেন বিশেষ পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ। এ সময় সিআইডি’র চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ বলেন, ‘সিআইডি’র উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুরো শীতে সিআইডি’র এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন