শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে শহীদ বেদীতে ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানান। এসময় যুবলীগ নেতারা বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করেছে।
এসময় নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে এবং মাহবুবুল হক সুমনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সমাজসেবক ও যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ। যুবলীগ নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, মোজাম্মেল হোসেন নান্টু, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজী রাজিশ ইমরান, হোসেন সরওয়ার্দী, মো. ইকবাল হোসেন, মো. শাহিন সরওয়ার, মোহাম্মদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার