মিথ্যা তথ্য দিয়ে বাসায় ডেকে নিয়ে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠেছে ওই কলেজ ছাত্রীর সাবেক প্রেমিক রাকিবুল হাসান আরিয়ান ও তার বন্ধু আশিক রব্বানী বাবু’র বিরুদ্ধে।
গত ১১ ডিসেম্বর এ গণধর্ষণের ঘটনা ঘটলেও মঙ্গলবার তা প্রকাশ্যে আসে। নগরীর আকবর শাহ থানাধীন পূর্ব ফিরোজ শাহ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘ওই কলেজ ছাত্রীকে মিথ্যা তথ্য দিয়ে বাসায় ডেকে নেয় অভিযুক্তরা। এরপর গণধর্ষণ করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আরিয়ান ও বাবু। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়- গত ১১ ডিসেম্বর বিকেলে মিথ্য তথ্য দিয়ে গণধর্ষণের শিকার ওই ছাত্রীকে বাসায় নিয়ে যায় আরিয়ান। এরপর পালাক্রমে গণধর্ষণ করা হয় ঘটনার শিকার ছাত্রীকে। ধর্ষণের সময় মেয়েটির চিৎকার যাতে বাইরে না যায় এ জন্য উচ্চস্বরে গান ছেড়ে দেয় অভিযুক্তরা। এসময় অভিযুক্তদের পা ধরে কান্না করার পরও ধর্ষণের হাত থেকে রক্ষা পায়নি ওই ছাত্রী। ধর্ষণের পর ঘটনা প্রকাশ হলে লাশ হুম করার হুমকিও দেয় অভিযুক্তরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার