চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- (ইনু) জাসদ। জাসদ চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ, বান্দরবান, জেলার যৌথ কর্মিসভায় এ সমর্থন দেওয়া হয়েছে। নগরের মোমিন রোডের একটি মিলনায়তনে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভীক ওসমান, উত্তর জেলা সভাপতি বেলায়েত হোসেন, দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ হোসেন, বান্দরবান সভাপতি সুসময় চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রাক্বালে এর চেতনা ধারণ করার জন্য জাসদ চসিক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রতি সমর্থন ও তাকে বিজয়ী করার ঘোষণা দিয়েছে। আগামী নির্বাচনে আমরা মুক্তিযুদ্ধের চেতনার এ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
বিডি প্রতিদিন/এ মজুমদার