চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে ছুরিকাঘাতে ইমন (২৭) নামে একজন নিহত হয়েছেন।
রবিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীনের কর্মী হিসেবে পরিচিত।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ আলম।
বায়েগিদ থানার ওসি প্রিটন সরকার জানান, পূর্ব থেকে স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। তারই জের ধরে রাত দশটার দিকে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় ছুরিকাঘাত করা করা হয় ওই এলাকার বাসিন্দা নুর কাশেমের ছেলে ছাত্রলীগ কর্মী ইমনকে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বায়েজিদ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।’
বিডি প্রতিদিন/হিমেল/বাজিত হোসেন