চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল নিশ্চিত করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার দিনভর জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বহদ্দারহাট এলাকায়, মিজানুর রহমান আগ্রাবাদ এলাকায়, মো. উমর ফারুক কোতোয়ালী এলাকায়, মাসুদ রানা আন্দরকিল্লা এলাকায়, নূরজাহান আক্তার সাথী জিইসি মোড় এলাকায় এবং সুনিয়া আক্তার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পথচারীদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, ‘সোমবার নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা শুরু হয়। অভিযানে জনসাধারণকে মাস্ক পড়াসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইহাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এভাবে তিনদিন অভিযান পরিচালনা করা হবে। মানুষের মধ্যে সচেতনতা না আসলে তখন জরিমানা ও শাস্তির বিধান রাখা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার