২০ এপ্রিল, ২০২১ ২০:৪৪

হালদা নদী থেকে ২ হাজার মিটার ঘেরাজাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হালদা নদী থেকে ২ হাজার মিটার ঘেরাজাল জব্দ

দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ২ হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার হালদার মা মাছের প্রজনন মৌসুম সামনে রেখে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

তিনি বলেন, মা-মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর হয়েছে। তাই মা-মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এ সময় ২ হাজার মিটার ঘেরাজাল  জব্দ করা হয়েছে। এ ছাড়া হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটা ট্রাক্টরও অকেজো করা হয়েছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর