নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হেফাজতে ইসলাম ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ইস্যু করে মাদ্রাসার কোমলমতি ছাত্রদের উস্কিয়ে রাস্তায় নামিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় তাদের উদ্দেশ্য।
তাই একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা হেফাজতে ইসলামকে মোকাবেলাই শুধু নয় নিশ্চিহ্ন করতে হবে। এজন্য আমাদের সম্মিলিত শক্তি নিয়ে কাজ করতে হবে।
আজ বুধবার বিকেলে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের পক্ষে ৩ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও তাজউদ্দীন রিজভীর সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, বেলাল আহমেদ, জামাল উদ্দীন সেকান্দর, জাহাঙ্গীর সিদ্দিকী, নাছির আহম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর