কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে বালু তোলার সময় একাধিক ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি বছরের মতো এবারও হালদায় মা-মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। ইতোমধ্যে বড় বড় মা-মাছের আনাগোনা বেড়েছে। বজ্রসহ ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে এসব মা-মাছ ডিম ছাড়বে। বংশ পরম্পরায় অভিজ্ঞ ডিম সংগ্রহকারীরা এসব ডিম আহরণ করে মাটির কুয়ায় রেণু ফোটাবে। তারপর তৈরি হবে ডিম।
এ সময় চোরা মাছ শিকারি ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল বন্ধে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়েছি। ইঞ্জিনচালিত নৌযানের পাখার আঘাতে মা-মাছ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে।
এ সময় অভিযানে আইডিএফ সদস্য, আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান সহায়তা করেন। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর